আজ বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ডা: তাহমিনা সোলতানা ডেজী’র তত্ত্বাবধানে সিজার ছাড়াই লোহাগাড়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম

editor
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ণ
ডা: তাহমিনা সোলতানা ডেজী’র তত্ত্বাবধানে সিজার ছাড়াই লোহাগাড়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সাউন্ড হেলথ হাসপাতালে মহিলা ও গাইনী রোগের চিকিৎসক ডা: তাহমিনা সোলতানা ডেজী’র  চিকিৎসা সেবা ও সার্বিক তত্ত্বাবধানে সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন লাকী আক্তার (২৪) নামে এক প্রসূতি।

আজ বুধবার (৬ নভেম্বর) ভোরে নরমাল ডেলিভারিতে  তিনি ওই তিন নবজাতকের জন্ম দেন। তিন নবজাতক সবাই ছেলে।  প্রসূতি লাকী আক্তার পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার নাজিম উদ্দীনের স্ত্রী।

চিকিৎসক তাহমিনা সোলতানা জানান, নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা হলেও মা এবং বাচ্চারা উভয়েই সুস্থ আছে।

নবজাতকদের মা-বাবা জানান আমরা আর্থিকভাবে দুর্বল তাই  ডাক্তারের আন্তরিক প্রচেষ্টায়  ‘নরমাল ডেলিভারিতে আমাদের একসঙ্গে তিন ছেলে সন্তান হওয়ায় আমরা অনেক খুশি। মহান আল্লাহ ও ডাক্তারের প্রতি শোকরিয়া জানাচ্ছি।  আমাদের সন্তানদের জন্য সবাই দোয়া করবেন।’