প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
জুড়ীতে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজারের জুড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র পক্ষ থেকে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) উপজেলার ফুলতলা ইউনিয়নের ডাকটিলা বিওপিতে এসব শীতবস্ত্র বিতরণ করেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি'র সহকারী পরিচালক নূর হোসেন, ফুলতলা কম্পানি কমান্ডার সুবেদার জসিম উদ্দিন, ডাকটিলা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হারুনুর রশিদ, হাবিলদার রেজাউল করিম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলাওয়ার হোসেন, সদস্য কামরান হোসেন, সুয়েবুর রহমান, ইউপি সদস্য আব্দুল জলিল, মুরশেদ আহমদ রাজা প্রমুখ।
এই শীতে শীত বস্ত্র পেয়ে খুশি বৃদ্ধা লেছু বেগম ও জমিলা খাতুন বলেন, এ বছর এখন পর্যন্ত কেউ একটা কম্বল দেয় নাই। আজ বিজিবির কম্বল পেলাম আর শীতের কষ্ট থাকবে না।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম বলেন, আপনারা জানেন বিজিবি যেকোনা দুর্যোগে জনগণের জন্য কাজ করে থাকে। প্রতিবারের মতো এবারও যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই তাদের আমরা শীতবস্ত্র বিতরণ করছি। এবং বিজিবির পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা এই কার্যক্রমটি অব্যাহত রেখেছি। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.