আজ শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সকলের জন্য বিজ্ঞান চর্চার সৃজনশীল আয়োজন “7th Laboratorians National Science Festival 2025”

editor
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ০১:০১ অপরাহ্ণ
সকলের জন্য বিজ্ঞান চর্চার সৃজনশীল আয়োজন “7th Laboratorians National Science Festival 2025”

Sharing is caring!

 

শহুরে ব্যস্ততার ভীড়ে আর স্কুলগুলোর নতুন শিক্ষা বর্ষের শুরুতেই  আয়োজিত  হতে যাচ্ছে Science Club of The Laboratorians  আয়োজিত 7TH Laboratorians National Science FESTIVAL-2025 ,যা কিনা জানুয়ারি মাসের ১৬ তারিখ শুরু হয়ে চলবে ১৮ তারিখ পর্যন্ত।

 

শুধুমাত্র প্রজেক্ট বা প্রেজন্টেশনের মধ্যে বিজ্ঞান উৎসব সীমাবদ্ধ না থেকে  গ্রুপ ওয়ার্ক, ওয়াল ম্যাগাজিন, বিভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফী, রুবিক কিউব, স্টোরি রাইটিং, কুইজ, দাবা প্রতিযোগিতা ও ডিজিটাল আর্টের মত বিভিন্ন সৃজনশীল বিষয় থাকছে। যাতে ঢাকা শহরের স্বনামধন্য স্কুল, কলেজ  ও সায়েন্স ক্লাবগুলোর প্রাণবন্ত অংশগ্রহণ হবে বলে আয়োজকরা আশা করছে।

 

এছাড়া ৩ দিনের এই ইভেন্টের বিশেষ আকর্ষণ থাকছে , বিশ্ববিখ্যাত অনলাইন গেমস VALORANT টুর্না’মেন্টের ফাইনাল পর্যায়ের খেলা সরাসরি অনুষ্ঠিত হবে স্কুলের ক্যাম্পাসে, যেখানে দেশসেরা দলগুলো প্রতিযোগিতায় নামবে ৫০,০০০ টা’কা পুর’স্কার জেতার লক্ষ্যে।

এছাড়া, EAFC 25-এর সেরা গেমাররাও তাদের স্কিল প্রদর্শন করবে গ্র্যান্ড ফাইনালে সেখানেও প্রাইজমানি ৫০০০০ টাকা।

একইসাথে পাবজি মোবাইল এর ফাইনাল ও সরাসরি ল্যানে অনুষ্ঠিত হবে। পাবজি মোবাইলের প্রাইজমানিতে থাকছে বিশেষ কিছু। এখনো জানানো হয়নি কিন্তু অনেক বড় কিছুর আশা করা যায়। ১৬ ও ১৭ জানুয়ারি ল্যান ইভেন্টে থাকবে লাইভ কমেন্টারি, দর্শকদের জন্য সরাসরি খেলা দেখার সুযোগ। বছরের প্রথম এই সায়েন্স ফেস্টের গর্বিত অনলাইন নিউজ পোর্টাল পার্টনার হিসেবে আছে www.redtimes.com.bd