প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৯:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ
জুড়ীতে অবৈধ ভাবে ফসলি জমির মাটিবাহী ট্রাকের চাপায় শিশু নিহত
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজারের জুড়ীতে মাটিবাহী ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে।
ঘটনাটি বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় ঘটেছে।
নিহত শিশু ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে আবু সাঈদ (৮)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় মাটিবাহী ট্রাকের চালক বাছিরপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল হক শিশুটিকে চাপা দিয়ে গাড়ি রেখে দ্রুত পালিয়ে যায়।
জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের গ্রামীন কাঁচা সড়ক দিয়ে সরকারি আইন অমান্য করে প্রতিদিন কয়েকটি ট্রাকে করে দিনরাত ফসলি জমির মাটি কাটছে একটি প্রভাবশালী মহল।
গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের খাকটেকা এলাকায় অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে তিন চালককে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার। পরে চালকরা সড়কে এলোপাথাড়িভাবে ট্রাক রেখে সড়ক অবরোধ করে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে শ্রমিকরা এসিল্যান্ডের গাড়ি থেকে আটককৃত চালকদের ছিনিয়ে নেন।
পরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে শ্রমিক, মালিক ও জনপ্রতিনিধিদের সমন্বয় এক বৈঠক হয়। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
এসময় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে তিন চালক বাছিরপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে আব্দুর রহিম, হরিরামপুর গ্রামের জ্ঞান দত্তের ছেলে বিশ্বেশ্বর দত্ত এবং বাছিরপুর গ্রামের মনির মিয়ার ছেলে হেলাল মিয়া কে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।
প্রশাসনের জরিমানা করার একদিন না যেতেই আবারো অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে আনার সময় ট্রাকের নিচে পৃষ্ঠ হয়ে শিশু আবু সাঈদের মৃত্যু হয়।
নিহত শিশু আবু সাঈদের বাবা আব্দুল আজিজ জানান, আমাদের বাড়ির সামনের কাঁচা সড়কে ঘাতক বেপরোয়া মাটির ট্রাকের চাপায় আমার ছেলে আবু সাঈদের করুন মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার জন্য দায়ী চালক আব্দুল হক ও গাড়ীর মালিক দেলোয়ারের বিচার চাই।
আলাপকালে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসীরা জানান, আমাদের গ্রামের এ কাঁচা সড়ক দিয়ে মানুষই ভালোভাবে চলাফেরা করতে পারে না। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি ট্রাকে রাতদিন হাকালুকি হাওর থেকে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে বহন করার কারণে স্থানীয় বাসিন্দারা সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছে। বারবার বারণ করলেও ট্রাকের চালকরা আরো বেপরোয়া হয়ে গাড়ি চালান। যার কারণে একের পরে এক মৃত্যুর মিছিল বাড়ছে।
এলাকাবাসী আরো জানান, কয়েকটি গাড়ী সাধারণ মানুষের বাঁধা উপেক্ষা করে এ সড়ক দিয়ে বেপরোয়া ভাবে চলাচল করছে। তারা সকলেই প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে অবস্থান নিলেই হামলা-মামলার ভয় দেখায়। এসব গাড়ীর মালিকদের খামখেয়ালিতে আজ শিশু আবু সাঈদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করার পাশাপাশি ঘাতক ট্রাকটি আটক করেছে। আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.