কামরুজ্জামান হিমু
ভূমি মন্ত্রণালয় ঢাকার তেজগাঁও সার্কেলের তেজতরী বাজার মৌজার ভূমি মালিকদের শতভাগ ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স )অনলাইনে প্রদানের উদ্যোগ নিয়েছে । এ উপলক্ষে আগামী ১২ হতে ১৬ নভেম্বর তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আগ্রহী ভূমি মালিকদের সহায়তার জন্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জনগণকে ভূমি নাগরিক সেবা-সুবিধা দানে উদ্বুদ্ধ করতে ১৩ নভেম্বর বেলা ১২ঃ৩০ মিনিট এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।
আজ ভূমি ভবনের সম্মেলন কক্ষে তেজতরী বাজার মৌজার শতভাগ অনলাইন এল ডি ট্যাক্স নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালায় এসব তথ্য প্রকাশ করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ ।এতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব ,যুগ্ম সচিব গণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সিনিয়র সচিব বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে অনেক অনিয়ম ,দুর্নীতি ও হয়রানি হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌছেছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের সুফল হিসেবে ভূমি নাগরিক সেবা কার্যক্রমকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে। তিনি বলেন, তেজগাঁও সার্কেলের ২২ টি মৌজা সহ ঢাকার সব মৌজা আগামী জানুয়ারি মাসের মধ্যে অনলাইনে এলডি ট্যাক্স পরিশোধের সুবিধা দেওয়া হবে ।এ কর্মসূচি পর্যায়ক্রমে সারাদেশে চালু করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.