আজ শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চৌধুরীবাজার ভয়াবহ অগ্নিকান্ডে ২ টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৯:২১ অপরাহ্ণ
চৌধুরীবাজার ভয়াবহ অগ্নিকান্ডে ২ টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

Sharing is caring!

জাফর ইকবাল মৌলভীবাজার থেকে,

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮ নং মনসুরনগর চৌধুরীবাজার ভয়াবহ অগ্নিকান্ডে ২ টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার ১৪ ফেব্রুয়ারী শবেবরাত রাত ৮ টার সময় তাওসিফ এন্টারপ্রাইজ দোকান থেকে বিদ্যুৎ এর সটসার্কিট হয়ে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।

অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

তাওসিফ এন্টারপ্রাইজের মালিক ৮ নং মনসুরনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বর মো: ফজলুর রহমান জানান, শুক্রবার শবেবরাত রাত থাকায় দোকান বন্ধ করে নামাজ পড়তে চলে যান। রাত ৮ টার দিকে পাশ্ববর্তী দোকান মালিক ও স্থানীয়দের নিকট থেকে খবর পান তার দোকান তাওসিফ এন্টারপ্রাইজে আগুনের সুত্রপাত ঘটছে।

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে দোকানের সম্পূর্ন মালামাল নগদ টাকা পুড়ে গিয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়। তার জীবনের সঞ্চয় মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে শেষ হয়ে গেলো।