প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ১২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ
লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘন্টায় ৯ নবজাতকের জন্ম

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ ও মানসম্মত প্রসব সেবা নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের নিবিড় তত্ত্বাবধানে প্রতিদিনই সফল প্রসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গত ২৪ ঘন্টার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে ৯জন মা সুস্থ নবজাতকের জন্ম দিয়েছেন। এর মধ্যে ৮ জন মা স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারি) এবং ১জন মা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করেছেন। প্রতিটি প্রসব প্রক্রিয়া স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত করে সম্পন্ন হয়েছে। মা ও নবজাতক সকলেই সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি ওয়ার্ডে সর্বদা গর্ভবতী মায়েদের জন্য জরুরি চিকিৎসা সেবা, রক্ত পরীক্ষাসহ প্রয়োজনীয় ডায়াগনস্টিক সুবিধা ও পরামর্শ প্রদান করা হয়। এ ছাড়া, প্রসব-পরবর্তী সেবা এবং নবজাতকের স্বাস্থ্য পর্যবেক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ইকবাল হোসাইন বলেন, “আমাদের লক্ষ্য হলো গর্ভবতী মায়েদের নিরাপদ ও মানসম্মত প্রসব সেবা নিশ্চিত করা। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রতিদিন এই সেবা প্রদান করছি। মা ও শিশুর সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা এবং পরামর্শ দেওয়া হচ্ছে। ছুটির সঙ্গে মা দের ১ মাসের অগ্রিম ওষুধ সরবরাহ করার ব্যবস্থা করেছি।আমরা চাই, প্রতিটি মা নিরাপদে সন্তান প্রসব করুন এবং তাদের সন্তান সুস্থভাবে বড় হয়ে উঠুক।”
তিনি আরও বলেন, “গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রসবের সময় স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য উৎসাহিত করা হচ্ছে। কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ করা হলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা জনসাধারণের সেবায় নিয়োজিত এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও উন্নত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.