আজ মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদুল ফিতরে যেভাবে টানা ১১ দিন ছুটি পাবেন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৭:০৪ অপরাহ্ণ
ঈদুল ফিতরে যেভাবে টানা ১১ দিন ছুটি পাবেন

Sharing is caring!

টাইমস নিউজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এবার টানা ৬দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। আর কেউ দুদিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে তিনি টানা ১১ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ হিসাবে সবমিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

 

অন্যদিকে, সরকারি কোনো চাকরিজীবী যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ও ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরও ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ বৃহস্পতিবারের পরের দুদিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার। আবার বৃহস্পতিবারের (২৭ মার্চ) আগের দিন বুধবার (২৬ মার্চ) সরকারি ছুটি সেক্ষেত্রে সবমিলিয়ে টানা ১১দিন ছুটি ভোগ করতে পারবেন ওই চাকরিজীবী।