Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে র্যালি, মহড়া ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে উদযাপিত হল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫।
সোমবার (১০ মার্চ) রাজনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তর ও প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজু চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা।
এসময় উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোঃ নেয়ামত উল্লাহ, উপজেলা হিসাব রক্ষণ অফিসার বিলকু তরফদার, উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া, পাঁচগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান জুবেল আহমদ, টেংরা ইউপির সদস্য মোঃ মন্নান খান সহ রাজনগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ এবং বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রাজনগর উপজেলা ফায়ার সার্ভিসেস ও সিভিল ডিফেন্স এর সহযোগীতায় এসময় একটি চৌকস মহড়া অনুষ্ঠিত হয়।