আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজ সংবাদ আর শুনতে চাই না

editor
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ০২:১৬ অপরাহ্ণ
নিখোঁজ সংবাদ আর শুনতে চাই না

Sharing is caring!

রেশিয়া খান

একি চলছে শুধু নিখোঁজ খবর !!
প্রতি দিন খবর আসছে শুধু হারানো সংবাদ ছোট ছোট বাচ্চা নিখোঁজ হচ্ছে I কেন কেন এমনটি হতে চলেছে ? ভয়াবহ ভাবে শিশু মুনতাহা কে হত্যা করা হয়েছে পরিবারের সদস্যদের হা হা কার কান্নার রোল আকাশ বাতাস কাঁদছে I কেমন করে হৃদয় বিধারক ঘটনা মা বাবা এই শোক বহন করে বেঁচে থাকবে বাকিটা জীবন ? আহা বলার ভাষা নেই শান্তনা দেওয়ার ও আমার কোনো কথা নেই জানা I আল্লাহ্‌ তাদের ধৈর্য্য ধারন করার শক্তি দিতেন এই কামনা
করছি I তুমি বেহেশতের ফেরেশতা হয়ে থাকবে মা I ক্ষমাপ্রার্থী মা তোমার কাছে দূষিত সমাজ আজ এই খুনের জন্য দায়ী I

 

এই যে নিচের ছবিতে আর একটা মুনতাহা হারিয়ে গেছে বিশ্বাস হচ্ছে না আমার I আমি অবাক হয়ে ভাবছি এই রকম কয়েকটা নিখোঁজ খবর পড়ে তবে কি কোন এক চক্র এর পিছনে আছে I শিশু ধরা কিংবা পাচার করে এই ধরনের কোন অসাধু কুচরিত্রের দল কাজ করছে?
যদি তাই হয় তাহলে সমাজে মানুষ ছেলে মেয়ে নিয়ে নিরাপত্তারক্ষীহীনতা ও অসহায় হয়ে পড়বে I সরকার থেকে এরকম পরিস্থিতির স্বীকার যাতে মানুষ না হয় তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া খুবই জরুরি ভিত্তিতে দরকার I
আর আমাদের নিজেদের ও খুব সচেতেন হতে হবে বেশী ভাবে কারো কাছে বিশ্বাস করে সন্তান দের দেওয়া থেকে বিরত থাকতে হবে I হউক সে আত্মীয় কিংবা বন্ধু I এই সমাজ সুস্থ নয় আমরা অসুস্থ সমাজ নিয়ে আছি বেঁচে I আল্লাহ্‌ আমাদের বুঝার এই তৌফিক দিন I নিম্নে ছবির বাচচা গুলি ও নিখোঁজ দোয়া করি আল্লাহ্‌ তাদের মা বাবার কাছে ফিরিয়ে আনার জন্য I আল্লাহ্‌ সবার মঙ্গল করুন I আমিন I
রেশিয়া খান I ব্রাইটন থেকে I