আজ শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিশূলের আয়োজনে পাঁচদিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু

editor
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ণ
ত্রিশূলের আয়োজনে পাঁচদিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু

Sharing is caring!

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের সনাতন ধর্মীয় সংগঠন ত্রিশূলের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা।

শহরের শ্রী শ্রী নতুন কালীবাড়ি মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।

আজ মহাষষ্ঠী পূজার মাধ্যমে এই মহোৎসবের সূচনা হয়েছে। আগামীকাল মহাসপ্তমী, পরবর্তী দিন মহাঅষ্টমী, এরপর মহানবমী এবং বিজয়া দশমী উদযাপন করা হবে। প্রতিদিন পূজার পাশাপাশি দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশ নেবেন।

ত্রিশূল সংগঠনটি গত দশ বছর ধরে ধারাবাহিকভাবে এই পূজার আয়োজন করে আসছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এই পূজা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। শুধুমাত্র পূজা নয়, এটি হয়ে উঠেছে মৌলভীবাজারবাসীর এক মিলনমেলা।

ত্রিশূলের স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক সুজিত দত্ত বলেন, “ত্রিশূল ফোঁটায় ফুল, ভাঙায় ভুল”—এই মূলমন্ত্র নিয়ে ২০১০ সালে সংগঠনটির পথচলা শুরু। ধর্মীয় আয়োজনের পাশাপাশি সংগঠনটি মানবসেবা, দরিদ্রদের সহায়তা ও সমাজকল্যাণমূলক কাজ করে আসছে।

এই পূজাকে কেন্দ্র করে মৌলভীবাজারের ধর্মপ্রাণ মানুষ এবং সাধারণ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। জেলা শহর জুড়ে এই আয়োজনকে ঘিরে আনন্দের আমেজ বিরাজ করছে।