আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শমশেরনগর হাসপাতাল প্রশাসনিক ভবন আলহাজ্ব ফয়জুল হক ফ্লোর নির্মাণ কাজের শুভসূচনা

editor
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪, ০১:১৭ অপরাহ্ণ
শমশেরনগর হাসপাতাল প্রশাসনিক ভবন আলহাজ্ব ফয়জুল হক ফ্লোর নির্মাণ কাজের শুভসূচনা

Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল প্রশাসনিক ভবন নির্মাণাধীন ২য় তলা আলহাজ্ব ফয়জুল হক ফ্লোর নির্মাণ কাজের শুভসূচনা করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শমশেরনগর হাসপাতাল প্রাঙ্গণে নির্মাণ কমিটির সভাপতি হাজী মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় মুক্ত আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে নির্মাণ কাজের অনুষ্ঠানিক শুভসূচনা করা হয়।
এসময় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, মোঃ আব্দুস শহিদ, সাংবাদিক মোঃ মুজিবুর রহমান রঞ্জু, মোঃ মুজিবুর রহমান মুকুল, আমিনুল হক খোকন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল করিম, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান রুমেল, হাজী মোঃ ইউছুব আলী, মোঃ আবুল লেইছ, মাওলানা কে এম মইন উদ্দীন, মাওলানা মোঃ শাহিদুর রহমান, মাওলানা মোঃ রাসেল আহমদ, ঠিকাদার সুমন আহমদ, হাসপাতাল কমিটির ও নির্মাণ কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী জানান, হাসপাতাল নির্মাণ কমিটির বিভিন্ন বৈঠকে আলহাজ্ব ফয়জুল হক ফ্লোর (২য় তলা) নির্মাণ প্রকল্প কাজের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। মালামাল ক্রয়ের জন্য নির্মাণ কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান যাচাই বাচাই করে মৌলভীবাজারের হাজী মোঃ আব্দুল খালিক এন্ড সন্স থেকে মালামাল ক্রয় করা হয়েছে। ইনশাআল্লাহ, সকলের আন্তরিক সহযোগীতায় এবং নির্মাণ কমিটির আপ্রাণ প্রচেষ্টা ও তদারকিতে আমরা একটি দৃষ্টিনন্দিত টেকসই ফ্লোর নির্মাণ করতে সক্ষম হব।
তিনি, দাতা আলহাজ্ব ফয়জুল হক সহ সকল দাতাগণের দানকে সাদাকায়ে জারিয়াহ হিসেবে মহান আল্লাহ তাআলা যেন কবুল করেন এই প্রার্থনা করেন।