আজ রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশুষ্ক প্রান্তর

editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪, ০৬:০৮ অপরাহ্ণ
বিশুষ্ক প্রান্তর

Sharing is caring!

মোস্তফা মোহাম্মদ

বোঁটা শুকিয়ে গেলে ধ্যান ভেঙে যায়,
স্বপ্নহীন-স্বাধীন-সবুজ,
সুডৌল স্তনের বোঁটা আমার!
বিস্মরণ-কী-জাগরণ,
দুর্ভাগা পৃথিবীর বাসিন্দা আমি,
আর আমার দুধহীন বিশুষ্ক স্তনযুগল,
দুঃসময়ের মুখোমুখি তুমি প্রিয়তম আমার,
হে আমার নিষ্পাপ অনাগত সন্তানের দল;
আমি ও আমার প্রেমিকেরা,
এখনও যারা আমাকে ভালোবাসো,
আমার সাথে সঙ্গম করো,
প্রতিনিয়ত শব্দের সঙ্গম–সকাল-দুপর-রাত;
শ্রাবণের ঘন বরষায়,
অথবা চৈত্রের কাঠফাটা রোদের খিলান,
শীতরাত্রির নির্ঘুম নির্জনতায়,
কিংবা বসন্তের বাউরি-বাতাস,
নির্ঘাত এই রাতের মাতাল অভিশাপ,
তোমাদের কবিতারা জারজ হবে নিশ্চিত;
তোমরা জেনে রাখো,
আমার প্রেমিক একজন রতিযোদ্ধা,
সুস্থ-সবল-বীর্যবান প্রমিথিউস,
যাকে আমি আমার দুই বাহুর শীর্ষচূড়ায়,
আগলে রেখেছি দীর্ঘকাল,
এক বিস্ময়কর আশার শেষ চিহ্নের স্মারক;