সাদিয়া নাজিব
হরিতকী বনে চলো,
চলো ঝাঊবনে।
তোমাকে চুমু খাবো নিরালায়।
শহরে ভীষণ কোলাহল,
ঘরের দরোজা আটকালেই সবাই ভাবে
মেতে উঠছি বুঝি তুমুল শরীরী ঘ্রাণে।
আসলে এভাবে প্রেম হয় না--
জঙ্গলে চলো
কাদামাটি মাখা, তোমার আদিম কৃষক শরীরের
নুন চাখি, কবোষ্ণ ঠোঁটে!
কক্সবাজারের সৈকতের চেয়ে ও
দীর্ঘতর হবে সেই চুম্বন।
নোনাজলে ধুয়েমুছে যাক আর সব
পার্থিব যা কিছু।
একটি দীর্ঘ চুম্বন অপেক্ষা করছে
অনাদিকালের শিলাস্তরে প্রবল আঘাত হানবে বলে
জলে জঙ্গলে ঝাউ হরিতকী বনে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.