দিলারা হাফিজ
আমার পাখি রাত যায়
উড়ে-পুড়ে, বিজয়ের নেশায়!
দুচোখে জ্বলে তারাবাতি,লাল-সবুজের ভ্রুপল্লবে…
আমি তবু দূরগামী,চলে যাই হাঁটু জোড়ায় থুতনী রেখে
বিশ্বময় তেড়ে আসা যুদ্ধের খচখচানি চাই না আর!
চাই শান্তি, চাই সৌহার্দ্য—সোনালি ভোরের উদ্গমন!
চাই স্বাধীনতা-মুক্তি শেষে জেগে উঠা নতুন পৃথিবী!
এদেশ আমারও! সর্বংসহা এক মানব আমি—যদিও,
এদেশের একমুঠো ধুলিবালি জন্ম দিয়েছে আমাকে
আমার অন্তর থেকে জন্ম নিয়েছে দেশ ও জাতি
আমিও অধিকার রাখি কিছু বলবার—
শৈশবে ভেবেছি বায়োলজিক্যালি যে দুজন
জন্ম দিয়েছে আমাকে—আমি শুধু সেই বাবা-মায়ের সন্তান!
নাহ্,মোটে তা নয়!
আমি এদেশের হাজারো প্রেমজ-সন্তানের একজন
আমি কবি,এই পৃথিবীর সুপেয় জলের সন্তান
এই বাংলাদেশ ও বঙ্গের সন্তান
কে ঠেকায় আমাকে আজ?
৮/১২/২৪
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.