আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চুপি চুপি এসে জানতে চায় ওরা

editor
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪, ০১:১০ অপরাহ্ণ
চুপি চুপি এসে জানতে চায় ওরা

Sharing is caring!

রেশিয়া খান 

সেদিন চুপি চুপি এসে ওরা জানতে চেয়েছে কার কথা বলে বাংলার মানুষ ?
আমি বলেছি তোমাদের কথা বলে, বিজয়ের কথা বলে ,উনিশ একাত্তরের ষোলো ডিসেম্বরের কথা বলি আমরা বাংলার মানুষ I
ওরা তাচ্ছিল্যর হাসি হেসে উপহাস করে গেলো আমায় I
আমি কান্নায় লজ্জায় মাথা নত করে ভেঙে পড়লাম ক্ষণিকের তরে ,তবে
না !! আমাকে বলতে হবে আমরা বলি তাঁদের কথা, আমি তাঁদের ডেকে বললাম ওগো শুনো তোমরা ,আমরা ত্রিশ লক্ষ শহীদের কথা বলি আমরা দুই লক্ষ মা বোনের ইজ্জত লুটিয়ে পাওয়া বিজয়ের কথা বলি, আমরা বীরাঙ্গনা দের কথা বলি I
শহীদ বুদ্ধি জীবিদের কথা বলি গুলিবিদ্ধ করে যাদের মেরে ফেলেছিল পাকবাহিনী 14 ডিসেম্বর
বিশ্বাস করো তোমাদের আত্ম ট্যাগের বেদনার কথা বলি I
আমরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কথা বলি I
আমরা সোনার বাংলার কথা বলি ,
বিশ্বাস করো আমায় আমরা এই বিজয়ের সত্যি ইতিহাস বলি I
আমরা বিজয়ের কবিতা লিখি ,
আমরা বিজয়ের গান গাই ,
উনিশ একাত্তরের ষোলো ডিসেম্বর বিজয়ের আনন্দে বুক ফুলিয়ে বিজয় দিবস পালন করি I
রূপসীবিজয়ীলতা বাংলা মায়ের সূর্য সন্তানের কথা বলি I
তারারবাসর থেকে একটি প্রদীপ জ্বেলে এনে বলি বিজয় তুমি আমাদের অহংকার ও গৌরব I
জয় বিজয় দিবস 16 ডিসেম্বর জয় শেখ মুজিবুর রহমান.I
আমরা তোমাদের ভূলতে পারবো না এই বাংলার মাটিতে ঘুমিয়ে আছো হে আমার বাংলার বীর সন্তানরা আমরা তোমাদের কথা বলে যাবো বিজয়ের গান গেয়ে ও কবিতা লিখে I জয় বিজয় দিবস ,জয় জাতির পিতা শেখ মুজিবুর রহমান I
সবাইকে বিজয়ের শুভেচ্ছা ভালোবাসা অবিরাম I জয় বিজয় দিবস I