Sharing is caring!
ফকির ইলিয়াস
‘এক্সক্লুসিভ’-‘ইনক্লুসিভ’ শব্দগুলো অভিধান থেকে
রহিত আজ ! মবের রাজত্বে বর্বরতার লাঠি ঘুরাচ্ছে;
কতিপয় মবন্বয়ক। মানুষ মরছে,ধর্ষণের পর বিষ ঢেলে
দেয়া হচ্ছে জনপ্রতিনিধির মুখে! একপ্লেট ভাতে সালুন
মাখিয়ে খেতে দিয়ে,যাকে হত্যা করা হয়েছে- কেউ
জানে না তার অপরাধ কী ! কেউ জানে না, ফ্যাক্টরির
ভেতর পুড়িয়ে মারা হয়েছে কতজন মানুষ !
নোঙর করা জাহাজে গলা কেটে যাদের হত্যা করা হয়েছে,
ক্ষেতে,সড়কের পাশে প্রায় প্রতিদিন দেখা যায় যে শবদেহ,
অথবা সনাতনীদের বাড়িতে আগুন দিয়ে যারা পাশে দাঁড়িয়ে
করছে উল্লাসনৃত্য- মানুষ জানতে পারছে ওদের পরিচয় !
একাত্তরের আলবদরের পথ ধরে চব্বিশের লালবদরেরা-
একটি রাষ্ট্রকে কীভাবে ধ্বংস করে দিতে পারে, এর উদাহরণ
লিখে রাখছে বাংলার নদী,বৃক্ষ,পাতা ও পাখি ! শুধু মানুষেরা,
হ্যাঁ, মানুষেরা থাকছে দর্শকের ভূমিকায়,অনেকটা মমির মতো!
মবক্লুসিভ ইজারার কাছে বন্দী হয়ে কাঁপছে বাংলাদেশ!
রাষ্ট্রের স্টেকহোল্ডারদের হটিয়ে
দখল নিয়েছে অসভ্য স্টিকহোল্ডার !
পথে পথে হকিস্টিক নিয়ে যারা ঘুরছে,এরাই এখন এই
দিগম্বর রাজ্যের অধিপতি। তারা মুছে দিতে উদ্যত হচ্ছে,
গৌরবের একাত্তর,জাতীয় সংগীতের শব্দ,পতাকার ঠিকানা!
একটি ভাঙা পথের কিনারে বসে,সেই মা এখনও কাঁদছেন-
যাঁর পাঁচটি সন্তানের কেউই আর ফিরে আসেননি;
যারা ‘জয় বাংলা’ বলে
এক গভীর রাতে যুদ্ধে গিয়েছিলেন !