আজ রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শুভেচ্ছাবার্তা

editor
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫, ০৬:৪২ অপরাহ্ণ
শুভেচ্ছাবার্তা

Sharing is caring!

রেশিয়া খান

শুভ শুভ শুভ শুভেচ্ছাবার্তা ভড়েছে আজ ফেইসবুকের পাতা।
আজব গজব বিবর্ণ বিষাদ
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখনও
কভিড ভাইরাস সংক্রামক রোগ যাতা।
যাব কি যাব না কেউ না পারে
বলতে এই ভয়ংকর ব্যাধির
তাণ্ডবের কথা।
নববর্ষ বরণ করেছে বিশ্ব বাসী
উদযাপন ছাড়া উদাহরণ রইলো
ইতিহাসে সাক্ষী হিসেবে গাথা।
নিরব নির্বাক জনশূন্য রাস্তাঘাট
কোলাহল মুক্ত দিবস রাত্রি সমান ভুতুড়ে পরিবেশ চারিদিকে শুধুই
সতর্কতা ও নিস্তব্ধতা।
মিটব আশা করনা ভাইরাসের বিষ ও বিশ বিশ একসাথে বিদায় নিয়ে বিশ্ববাসীর পূরণ করে যদি আরাধনা।
পারব করতে জয় একুশ হবে না
ক্ষয় বাজারে এসেছে ভেক্সিন
বিশ্ববাসীর সামনে আলোর প্রদীপ
জ্বলছে ভেক্সিনের আবিষ্কার যারা
করছে তাদের প্রতি জানায় সবাই এই উপকারিতার কৃতঞ্জতা।
শুভ শুভ শুভ বয়ে নিয়ে
আসুক ডোরাকাটা শুভেচ্ছাবার্তা।

 

রেশিয়া খান :