Sharing is caring!
স্নিগ্ধা বাউল
প্রতিদিন,
তোমাকে নিলামে তোলা হবে,
তোমাকে ডাকা হবে বেশ্যার অধিক
তোমাকে নিয়ে গল্প হবে;
কাছাকাছি থাকা দুরাত্মা সব
নিলামে নিবে তোমার সময়
হাতঘড়ির মাপ, অন্তর্বাসের ভাঁজ;
তোমাকে ডাকা হবে নিলামী, বাজারী, কারবারী
কেননা তারা কিনতে চেয়েছিলো
তোমার দাপটে চোখ
ঝলসানো হাত কপালের রেখা আর
কাটা দাগগুলো, যেন আচঁড়ে নিতে পারে
একাধিক টালবাহানা ;
তোমাকে নিয়ে গল্প হবে —
কেননা তুমি নিলামে উঠনি
ফিরে দেখোনি তাদের গোঙানি
অদ্ভুত সব কারবারে ঠ্যাঙ মেলোনি তুমি
খেয়ে দেয়ে ঘুমিয়ে যাওনি অভিজাত ঘরে
দাঁত খিচিয়ে গল্প করোনি অন্যের জঠরঠাসা দিনের;
তোমাকে নিয়ে গল্প হতেই পারে
গল্পের তুমি শক্তিশালী গল্প হও মেয়ে।
স্নিগ্ধা বাউল ; কবি , কবিতা পড়েন ভালোবাসেন।