প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
শীতের আদরে কফির মগ

আমি অপেক্ষায় থাকবো,
যদি বাড়ি যাও,
চলে যেও ক্ষতি নাই, ঠিকানাটা লিখে দিও,
কফির মগে চুমুক দিয়েই কাটিয়ে দিতে পারি অনন্ত কাল--তোমার চোখের তারায়;
আমি অপেক্ষায় থাকবো,
শীতের আদরমাখা চাদরে,
মুখোমুখি বসে,
চোখে চোখ রেখে খুঁজে নিবো ব্যাবিলনের শূন্য-উদ্যান,
আর মরুময় প্রান্তরের হাহাকার মাখা আমার বিশুষ্ক হৃদয়;
হিমহিম শীতের চাদর,
গলদঘর্ম হলে ক্ষতি কী?
বরফঠেলা শ্রমিক আমি,
দুই হাতে শুষে নিই তোমার বুকের আগুন,
ঠকঠক শীতের কাঁপন থেমে যায়,
তোমার উরুসন্ধির যুগল অগ্ন্যুৎপাতের বিভায়;
কফির মগে চুমুক দিয়েই যাই,
তুমি আসো নাই,
তোমার আসার কথা ছিলো আজ,
গতসন্ধ্যার মতো আজ মেট্রো ছুটে যায়,
মতিঝিল কী উত্তরায়!
তুমিহীন ফার্মগেট স্টেশন চোখে হুল ফোটায়--
নিরর্থক সাইবেরিয়ার জমাট বরফ আর তোমার ঠোঁটের ছোঁয়ায়;
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.