Sharing is caring!
সৌমিত্র দেব
অসভ্য বর্বর মেরুদণ্ডহীন এক জাতিকে তুমি স্বাধীন করতে চেয়েছো।
ওই জাতি তার আত্মপরিচয় নিয়ে এখনো বিভক্ত ।
বছরের পর বছর স্ত্রী, সন্তান, পরিবার ফেলে কারাগারের অন্ধকার প্রকোস্টে জীবন কাটিয়েছো ।
এক অঙ্গুলি হেলনে ঐক্যবদ্ধ করেছিলে সমগ্র জাতিকে ।
তাই বাংলাদেশ স্বাধীন হয়েছে।
এটা তোমার অনেক বড় অপরাধ।
এই অপরাধে তোমাকে সপরিবারে হত্যা করা হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্টে ওরা তোমার বাড়ির ক্ষতি করার সাহস পায় নি।
কিন্তু ২৪ বছর পর নতুন ঘাতকেরা তোমার বাড়িতে আগুন দিয়েছে।
অথচ এই মোনাফেকরা জাতিকে ৭ মার্চের ভাষণ শুনিয়ে ক্ষমতা পেয়েছে ।
তারা তোমার মূর্তি ভাঙছে , অপবিত্র করছে পৌত্তলিকদের মতো ।
তারা মনে করে ওই পুতুলের ভিতর তুমি আছো ।
কিন্তু তারা জানে না , তোমাকে ধ্বংস করা যায় না।
বাংলাদেশ মানেই তুমি।