আজ মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মন হারানো কবি

editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ১২:২২ অপরাহ্ণ
মন হারানো কবি

Sharing is caring!

হাফসা আলম

হৃদয় আমার ছিলো নিছক স্বপ্ন চারণভূমি
কাব্য চাষের করলে ভুমি সেই জমিকে তুমি
করলে রোপণ কল্পনাময় নানা রঙের গাছ
সেই গাছেরা কাব্য মাঝে,সাঁজে নানান সাঁজ

তোমার সাথে গড়ে তোলা স্বপ্ন ঘরের মাঁচায়
ছন্দ গানে শব্দ বুনন কাব্য ঘোরে নাঁচায়
সাগর,মেঘে,নীল আকাশে তোমায় দেখি আমি
তোমার স্বপন করলো কবি, কাব্য করলো দামী

নির্জনতায় পাই যে তোমায় মায়ার আদল রূপে
ভীরের মাঝেও আসো তুমি আলো ছায়ার ধুপে
ক্লান্ত হৃদয় তোমার বুকে আঁকে আশার ছবি
সেই ছবিদের কাব্য রূপে যায় লিখে মন কবি

হাওয়া যখন ফিসফিসিয়ে অকারণে যায় বয়ে
মেঘেরা সব ঝরে পড়ে বৃষ্টি ফোটার রূপ লয়ে
সন্ধা যখন নিজের রূপে ফেলতে ভুলে যায় পলক
সব কিছুতেই কবি যে পায় কবিতার এক রূপ ঝলক

সব কিছুই নানান সাজে আমার কাছে আসে
কারণ প্রিয় সব কিছুতেই মুখটা তোমার ভাসে
তোমার মায়া ছায়া মিলে আঁকে যে সব ছবি
সেই ছবিরা কাব্য লেখে,বানায় আমায় কবি!