আজ শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা তোমাদের ভূলব না

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৫:০৪ অপরাহ্ণ
আমরা তোমাদের ভূলব না

Sharing is caring!

রেশিয়া খান

সেদিন চল্লিশ টি তাজা প্রাণ ঝরে পড়ে ছিলো বন্দুকের গুলিতে মাটিতে লুটিয়ে থুবরে ,
সালাম, বরকত , রফিক জববার ছাড়া সেই দিন আরও অনেকেই নাম না জানা তাদের সাথে ছিলো ,
বিশুদ্ধ বাতাস কেঁদে ওঠে ওই দিন চিৎকার করে বলেছিলো ,
হে নরপিশাচ, নির্বোধ কার বুকের বাছা আজ প্রান হারালো তোমাদের গুলিতে?
বিশ্ব বিদ্যালয়ের মেধাবী ছাত্র তারা সবাই যে ছিলো !
দুপুর বেলা রাইফেল দিয়ে গুলি করে সূর্য সন্তানদের রক্তের বন্যায় সেদিন রাজপথ ভাসিয়েছিলো নর পশুরা I
সেদিন রক্তের লাল রঙে পলাশ বকুল কৃষ্ণচোরা ডালে আগুন দাউ দাউ করে জ্বলে ছিলো I
কিন্তু আটকাতে পারে না তাদের, দমন করতে তারা হয়েছিলো অক্ষম,
কি কুৎসিত নোংরা রাজনীতির লোভী সরকার তারা শত প্রাণ কেড়ে সে দিন নিয়েছিলো I
কতো মায়ের নারী ছেঁড়া ধন ফিরে নি সেদিনের পড়ে আর কোন দিন তার মায়ের কোলে I
মেহেদী রঙ মিটে নি অভাগা সদ্য বিবাহিত নারীর স্বপ্ন ভেঙে সেদিন গিয়েছিলো,
সেদিনের নৃশংস ঘটনার পড়ে দেখেনি আর প্রিয়তমের মুখ I
কত বোনের ভাই হারান কষ্ট ,পুত্র হারা বাবার আর্তনাদ বুকে নিয়ে কেটেছে বাকি তাদের জীবন I
ভাষার জন্য অকপটে যারা তোমরা দিয়ে গেছো প্রাণ আমরা তোমাদের ভূলব না I
একুশে ফেব্রুয়ারি আমাদের শোকের ,
একুশে ফেব্রুয়ারি আমাদের গৌরবের,
বায়াননর ভাষা আন্দোলন,
একাত্তরের মুক্তিযুদ্ধ ,
উন সত্তর গণ অভ্যুত্থান এক পথে হেঁটে আজ বাংলা ভাষা মুখের ভাষা হয়েছিলো আমাদের I
স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে বলতে পারি আমার একটা দেশ আছে, নাম তার বাংলা দেশ I
আমার একটা স্বতন্ত্র ভাষা আছে যার নাম বাংলা ভাষা I
নিজস্ব আমাদের একটা পরিচয় আছে বিশ্বের বুকে কত বড় এটা আনন্দ ও গৌরবের বাঙালি জাতি হিসাবে I
লাখো শহীদের প্রতি এই ভাষার মাসে জানাই হাজার ও সালাম ও বিনম্র শ্রদ্ধা I
তোমাদের ভূলবে না জাতি
তোমরা অমর অম্লান হয়ে থাকবে বাংলা মায়ের প্রতিটি প্রাণে প্রতিটি ঘরে ঘরে প্রজন্মের পর প্রজন্মের কাছে I
একুশ তুমি আমাদের অহংকার তুমি আমাদের বাংগালী জাতির গৌরব I
আজ বাংলা আমাদের মুখের ভাষা শুধু তোমাদের জন্যই I
তাই বাঙালি জাতি একুশের প্রাতে,
নগ্ন পদ চরনে বিশ্বের যেখানেই থাকে না কেন পুষ্পগুচ্ছ মাধ্যমে তোমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে জানায় তারা হাজার ও সালাম ও শ্রদ্ধা I
রেশিয়া খান I 16/2/2025