বেদনার রঙ নীল কষ্ট গুলি একান্ত নিজের হৃদয়ের গোপনে I
বেদনার অনুভূতি বড়ই বেসুরা সুরে
মানষপটে বাজে যন্ত্রণার সংগোপনে I
আর আনন্দের ভাগ করা অতি সহজ সরল ভাষায় মেতে উঠে উচ্ছ্বসিত প্রাণে I
বয়ে যায় স্রোতের ধারায় অগণিত জনের মাঝে আলোয় উজ্জ্বল ঝিলিক ছড়িয়ে সর্বজনে I
আনন্দ বেদনার মাঝে জানিনা কোথায় থামবে গন্তব্য কোন এক অসীম নীল আকাশের ছোট্ট একটা কোণে I
সেদিন আকাশের রঙ নীল লাল হলুদ রঙের মিশ্রিত হয়ে রঙধনূ ছড়ায় কি কাছে নিবে আমায় টেনে?
আনন্দ বেদনার অনুভূতি এক হয়ে নুতন করে গড়ে উঠুক শান্তি আমার সুন্দর জীবনের শেষ দিনে এবং প্রতিটি প্রিয় জনের এমন দিনে I
কষ্ট গুলি হারিয়ে যাক আনন্দের অনুভূতি স্রোতে ভেসে অনেক অনেক দূরে I
রেশিয়া খান I দক্ষিণ লন্ডন থেকে I