আজ বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চায়ের দেশে স্বাগতম

editor
প্রকাশিত মার্চ ৩১, ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ণ
চায়ের দেশে স্বাগতম

Sharing is caring!

স্মৃতি রানী দে

 

বাংলার পাহাড়ে সাগরের ভেলা,
চা বাগানের সৌন্দর্য, সবুজের সীমানা।
তলিয়ে যায় হৃদয়, চায়ের গন্ধে,
প্রকৃতির কোলে সাজানো কত দৃশ্যপটে।

পাতার টিপে টিপে ভোরের শিশির,
রোদে ঝলমল, সবুজ গহনে।
চা শ্রমিকের হাসি, সুরভির খেলা,
কষ্টের মাঝেও খোঁজে সুখের মেলা।

বাঁশের কূলে ঝাঁকুনি দেওয়া,
তুলে নেওয়া পাতা, কাটার আনন্দেরা।
সবুজে মাখা প্রকৃতির আঙ্গিনা,
প্রেমের মিষ্টি সুরে গেয়ে উঠে জীবন।

দেখো কেমন গন্ধে মাতাল মাঠ,
চায়ের কাপের অমলীয় ছোঁয়া।
শান্তি নিয়ে আসে প্রতিটি কাপ,
বাংলাদেশের চা, হৃদয়ের স্পন্দনটা।

বিকেলের রোদের আলোয়,
পাহাড়ের কোলে সবুজের আকাশ।
চা বাগান, তুমি বাংলাদেশের গর্ব,
তোমার সৌন্দর্যে মেলে জীবন, প্রেমের পাত্র।

 

স্মৃতি রানী দে,প্রধান শিক্ষক,কাশিপুর সপ্রাবি।