
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
Sharing is caring!

স্মৃতি রানী দে,
মৌলভীবাজার, সবুজের রাজ্য,
হৃদয়ে গাঁথা, নদী-পর্বতের সাজ্য।
সুন্দর পাহাড়, চা বাগানের লুকোচুরি,
মাটি ও মানুষের প্রেম, অমলিত পল্লী।
শান্ত মনিরাম, প্রাকৃতিক সৌন্দর্য,
রূপে মুগ্ধ করে, হৃদয়টা দোলা।
বেলপাতার ঝরা, গাছের ছায়া,
বিকেলের আলোয় জাগে শান্তির ছায়া।
মৌলভীবাজারের মানুষ, অতিথি পরায়ণ,
আত্মীয়তার বন্ধনে গড়ে উঠেছে জান।
বাজারে ভরপুর, রঙিন সব সাজ,
প্রকৃতির কোলে খেলো, আনন্দের রাজ।
নদী-নালা, সবুজের অঙ্গে,
মৌলভীবাজার, তুমি বাংলার গর্বের সংজ্ঞা।
প্রেম, প্রকৃতি, সংস্কৃতির মিলন,
এখনো লুকিয়ে আছে অনেক গল্পের দিন।
স্মৃতি রানী দে,প্রধান শিক্ষক,কাশিপুর সপ্রাবি।