আজ সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুহু

editor
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ণ
কুহু

Sharing is caring!

স্মৃতি রানী দে,

কোকিলের কুহু, সকালবেলা,
শুধু গানের সুর, মন ভোলানো বেলা।
মৃদু বাতাসে তার গান বাজে,
প্রেমের বার্তা, হৃদয়ে রাগে।

গাছে গাছে কোকিল ডাকে,
কখনো প্রেমে, কখনো দুঃখে আঁকে।
নীল আকাশে উড়ে যায় সে,
প্রকৃতির কোলে, জাগিয়ে রাখে স্বপ্নের বে।

বসন্ত এল, কোকিল গায়,
ফুলের কাছে তার প্রীতি লুকায়।
সাধারণ পাখি, তবু অমল,
জীবনের গানে, দেয় মায়ার জ্বলল।

কোকিলের ডাক, প্রেমের আহ্বান,
শ্রাবণের রাতে, ভাসে আনন্দের দান।
তুমি আমার প্রিয়, তুমি আমার গান,
কোকিলের সুরে জড়িয়ে থাকুক সারা পৃথিবীর মান।