আজ বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের জলবায়ু রক্ষার গান

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ণ
আমাদের জলবায়ু রক্ষার গান

Sharing is caring!

সৌম্যজিৎ দাস

জলবায়ুর কথা ভাবো মন,
দূষণে ভরে চারিদিক বন।
তাপ বাড়ে দিনে দিনে,
পৃথিবী ডাকে কষ্টের সুরে।

নবায়ন শক্তি আনো ঘরে,
সৌর, বায়ু—পথ দেখায় তরে।
ফসিল জ্বালানির দিন ফুরায়,
পরিবেশ বাঁচাতে এগিয়ে চলো ভাই।

শিল্পে চাই নতুন রীতি,
ডিকার্বনাইজেশনে হোক গতি।
পুনর্ব্যবহার আর সবুজ পণ্য,
ভবিষ্যৎ বাঁচাতে এগিয়ে থাক সণ্য।

গাড়ি চলো বৈদ্যুতিকে,
পরিবহনে চাই সবুজ দিশে।
চার্জিং স্টেশন আর পাবলিক বাস,
নিঃসরণ কমিয়ে করো পরিবেশ হাস।

কৃষিক্ষেত্রে চাই নতুন দিশা,
বন উজাড় নয়, আনো সঞ্চয় আশা।
টেকসই কৃষি আর খাদ্যের যত্ন,
জীবনের পথে আনবে যত উত্তরণ।

প্রযুক্তির আলো জ্বালো নতুন করে,
হাইড্রোজেন, ব্যাটারি—সবুজ পথে।
নীতি আর চুক্তি হোক সহায়ক,
জলবায়ুর জন্য হোক বিশ্ব এক।

আমরা সবাই যদি দিই হাত,
পৃথিবী হবে দূষণমুক্ত রাত।
ছোট ছোট কাজে আনো পরিবর্তন,
জলবায়ুর বিপর্যয় ঠেকাবে জীবন।

এখনই সময়, থেমো না আর,
জলবায়ু রক্ষার জন্য দাও বারবার।
আগামীর পৃথিবী হাসুক আবার,
সবুজে মোড়ানো হোক বিশ্ব সবার।