টাইমস নিউজ
অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের খেলা মাঠে গড়ানোর আগেই বড় চমক দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮১ রান পিছিয়ে থেকেই ডিক্লেয়ার করে দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এর ফলে চতুর্থ দিনের শুরু থেকেই ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা।
৩৯ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসা দলটি মধ্যাহ্ন বিরতির আগপর্যন্ত স্কোরবোর্ডে জমা করেছে ৬১ রান। ক্যারিবিয়ানদের লিড এখন ২৪২ রান।
ক্যারিবিয়ান ব্যাটারদের শুরু থেকেই ভোগাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশকে এই ইনিংসে প্রথম সাফল্যও এনে দিয়েছেন তিনি। ইনিংসের পঞ্চম ওভারে দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ওপেনার মিকাইল লুইসকে (৮) ক্যাচ বানিয়েছেন তিনি।
এরপর তার বলেই স্লিপে ধরা পড়েছেন তিনে নামা ক্যাসি কার্টি। গুড লেংথে পড়ে বেরিয়ে যেতে থাকা বলে অলসভঙ্গিতে খোঁচা মেরে নিজের উইকেট উপহার দিয়েছেন ৩ রান করা এই উইন্ডিজ ব্যাটার।
এদিকে শরিফুল ইসলামের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটও। স্লিপে দুটি ক্যাচ-ই নিয়েছেন মাহমুদুল হাসান জয়।
তিন উইকেট হারানো উইন্ডিজের হাল ধরার চেষ্টা করছেন কাভেম হজ (১০*) এবং অ্যালিক অ্যাথানাজে (১৬*)।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.