শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে অনন্য নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার মার্কো জেনসেন। ২৪ বছর বয়সি এই বাঁহাতি মিডিয়াম পেসারের গতিতে রীতিমতো কুপোকাত শ্রীলংকান ক্রিকেট দল।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে শ্রীলংকা ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ১৯১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৪২ রানেই অলআউট হয়ে যায় শ্রীলংকা। ১৫ ওভারও ব্যাটিং করতে পারেনি সফরকারী দলটি। মাত্র ১৩.৫ ওভারেই অলআউট হয়ে। শুধু তাই নয়, ৮৩টির বেশি বৈধ ডেলিভারি মোকাবেলা করতে পারেনি লংকানরা।
দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জেনসেন ৬.৫ ওভারে এক মেডেনসহ ১৩ রানে ৭ উইকেট শিকার করেন। এর আগে ১৯০৪ সালে টেস্ট ইনিংসের সাত ওভারে ৭ উইকেট শিকারের নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক হিউ ট্রাম্বলর। তার সেই ঘটনার ১২০ বছর পর এই নজির গড়লেন মার্কো জেনসেন।বুধবার দক্ষিণ আফ্রিকার ডারবানে চলমান এ টেস্টে মাত্র ৪২ রানে আউট হয়ে বাজে রেকর্ড গড়ে শ্রীলংকা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সর্বনিম্ন স্কোর।
এর আগে ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠ ক্যান্ডিতে ৭১ রানে অলআউট হয়েছিল লংকানরা। ৩০ বছর পর সেই রেকর্ড ভেঙে লজ্জার রেকর্ড গড়ল শ্রীলংকা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.