Sharing is caring!
৬৩ বছরের গৌরব উজ্জ্বল পথচলা, যার আত্মিক অংশীজন হিসেবে হাজার হাজার ছাত্র বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছে দেশ-বিদেশের সরকারী ও বেসরকারী ক্ষেত্রে। তাদেরই কয়েকজনের সফলতার অকৃত্রিম আলোর ছটায় আবারো অন্যরকমভাবে আলোকিত হলো বাংলাদেশের অন্যতম শিক্ষাক্ষেত্র গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল,ঢাকা এর প্রাঙন। বিভিন্ন ব্যাচের ছাত্রদের নিজস্ব উদ্যোগে স্থায়ী ফ্লাডলাইট স্থাপিত হলো স্কুলের সুবিশাল মাঠে। নভেম্বরের শেষ বিকেলে, হাল্কা কুয়াশার আবরণ ভেদ করে এই আয়োজনে সমবেত হয় সদ্য স্কুল পার করে কলেজে ওঠা থেকে শুরু করে ১৯৭৭ সালে ম্যাট্রিক পাশ করা ছাত্রটি, যারা নিজেদের গর্ব করে পরিচয় দেয় “ল্যাবরেটরিয়ান” হিসেবে। স্কুল থেকে পাস করে যাওয়ার পরেও স্কুলের জন্য এরকম ভালোবাসা ও আন্তরিকতা দেখানো প্রাক্তন ছাত্রদের মধ্যে যাদের পরিচয় না বললেই নয়, তারা হলেন আজাদুল হক(ল্যাব’৭৭), ওয়াকার আহমেদ চৌধুরী(ল্যাব’৮২), অনীক আর হক(ল্যাব’৯০), তানভীর হায়দার পাভেল(ল্যাব’৯৫), এনাম এলাহী মল্লিক (ল্যাব’৯০), আহমেদ হুমায়ুন মোর্শেদ(ল্যাব’০১), সাফওয়াত ইয়ামীন সৌম্য(ল্যাব’০৩), রিয়াদুস সালেহীন সাদী(ল্যাব’০৪) সহ প্রমুখ। উল্লেখিত নামগুলো নিজ নিজ কর্মক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল। আড়ম্বরবিহীন কিন্তু প্রাণবন্ত এই আয়োজনে বিভিন্ন ব্যাচের ছাত্রদের আড্ডা, গান, কথা আর খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। এই আয়োজনে অনীক আর হক(ল্যাব’৯০), যিনি বর্তমানে বাংলাদেশ সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন, স্মৃতিকাতর হয়ে বলেন যে, জীবনের চলমান গতিতে যখনই নিজেকে হারিয়ে ফেলেন, তখনই স্কুলে ছুটে আসেন, নিজেকে খুঁজে পেতে। এরচেয়ে বড় অনুপ্রেরনা মনে হয় না আর হয় না। বিগত ২৯ শে নভেম্বর, ২০২৪ইং সন্ধ্যায় “আমার ওলসা, সবার ওলসা” শিরোনামে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়।