আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে ব্যাতিক্রমি ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক জ্যোতি ও আইরিশ অধিনায়ক লুইস

editor
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৪, ০২:১৩ অপরাহ্ণ
সিলেটে ব্যাতিক্রমি ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক জ্যোতি ও আইরিশ অধিনায়ক লুইস

Sharing is caring!

উৎফল বড়ুয়া, সিলেট
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা-বাগানে বুধবার (৪ ডিসেম্বর) ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। ১৭০ বছরের পুরনো এই চা-বাগানের পটভূমি নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হয়।
ফটোসেশনে চা-শ্রমিকের বেশে হাজির হন দুই অধিনায়ক। চা-শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে তাদের জীবনসংগ্রামের কথা স্মরণ করেন তারা। দেশের চা-শ্রমিকরা দীর্ঘদিন ধরে কঠিন পরিস্থিতিতে কাজ করে আসছেন, কিন্তু ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়নের দিকটি এখনও অনেকটা পিছিয়ে।
এর আগে, মিরপুরে ওয়ানডে সিরিজ চলাকালে আইরিশ মেয়েদের জন্য রিকশাভ্রমণের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের আগে এটি ছিল আরেকটি স্মরণীয় মুহূর্ত।
টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হলে। দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর এবং তৃতীয় ও শেষ ম্যাচ হবে ৯ ডিসেম্বর। তিনটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ স্কোয়াড (প্রথম দুই টি-টোয়েন্টির জন্য): নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।
রিজার্ভ:দিশা বিশ্বাস,শামিমা সুলতানা,শারমিন সুলতানা বাংলাদেশ দলের এই স্কোয়াডে অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি তরুণ প্রতিভার উপস্থিতি দলকে শক্তিশালী করেছে। টি-টোয়েন্টি সিরিজে সিলেটের দর্শকেরা উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে।