নিউইয়র্ক প্রতিনিধি
কবি হাসানআল আব্দুল্লাহ পেলেন আন্তর্জাতিক 'পল ভন হেসে' পুরস্কার। 'পোয়েট উইদাউট বর্ডার' ওদ'পোলিশ রাইটার্স ইউনিয়ন' আয়োজিত ২১তম আন্তর্জাতিক কবিতা উৎসব-এর দ্বিতীয় দিনে জার্মান কবি ও অনুবাদক বারবারা অলোস্কি এই পুরস্কার ঘোষণা দেন।
'আউটস্ট্যান্ডিং ওয়ার্ক ও এক্সট্রাওয়ার্ডিনারি লিটারারি একটিভিটি'র জন্যে এবছর একই সাথে কবি-সম্পাদক হাসানআল আব্দুল্লাহ ও বিশিষ্ট পোলিশ কবি-সংগঠক কাজিমেয়ারেজ বুরনাথ এই পুরস্কারে ভূষিত হন। জার্মান এই বিখ্যাত লেখক ১৯১০ সালে সাহিত্য নোবেল পুরষ্কার পান। তাঁর নামে গঠিত কমিটি ২০১৭ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।
বারো দেশের কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে মুহুর্মুহু করতালির ভেতর দিয়ে এ পুরস্কার গ্রহণ করে হাসানআল আব্দুল্লাহ বলেন, 'আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমি নিজেকে ২৪ ঘণ্টার কবি হিসেবে দেখি। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র হয়ে পৃথিবীর দেশে দেশে কবিতার মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব গড়ে তুলতে আমার কবিতা ও কাব্যযাত্রা অব্যহত রাখতে এই পুরস্কার প্রেরণা যোগাবে।' তিনি পুরস্কার কমিটিকে ধন্যবাদ জানান। হাসানআল আব্দুল্লাহ পুরস্কার গ্রহণের সময় তাঁর কবিতার পোলিশ অনুবাদক ক্যাটারজিনা জরজুই ও কবিপত্নী নাজনীন সীমন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , এর আগে হোমার মেডেল (২০১৬), ক্লেমেন জেনেস্কি এওয়ার্ড (২০২১) ও ন্যাম কবিতা পুরস্কার (২০২৪) পান কবি হাসানআল আব্দুল্লাহ। তাঁর কবিতা অনূদিত হয়েছে পনেরোটি ভাষায়। তিনি সাহিত্যের বিভিন্ন শাখায় পঞ্চাশের অধিক বইয়ের লেখক ও ১৯৯৮ সাল থেকে 'শব্দগুচ্ছ' আন্তর্জাতিক কবিতা পত্রিকা সম্পাদক।
।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.