আজ রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কবি হাসানআল আব্দুল্লাহর নতুন বই প্রকাশিত হলো ভারতের উড়িষ্যা থেকে

editor
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ণ
কবি হাসানআল আব্দুল্লাহর নতুন বই প্রকাশিত হলো ভারতের উড়িষ্যা থেকে

Sharing is caring!

টাইমস নিউজ 

কবি হাসানআল আব্দুল্লাহ’র নতুন বই, অন হাড্রেড স্বতন্ত্র সনেট, প্রকাশ পেলো নবম উড়িষ্যা আন্তর্জাতিক আর্ট ও লিটারেচর উৎসবের দ্বিতীয় দিনে। বইটি প্রকাশ করেছে স্থানীয় ঢাউলি প্রকাশনি। কবিতাগুলো বাংলা স্বতন্ত্র সনেটের ইংরেজি অনুবাদ। অনুবাদ করেছেন কবি নিজে। বইটি সম্পাদনা ও ভূমিকা লিখেছেন লং আইল্যান্ড বিশ্ববিদ্যলয়ের অ্যামিরেটাস অধ্যাপক জোন ডিগবি।

 

উৎসব মঞ্চে কবি অ্যালভিং প্যাঙ (সিঙ্গাপুর), গোপিকা জাদেজা (ভারত), ড্যারল লিম (সিঙ্গাপুর), সত্য মোহান্ত (ভারত), রোল্যান্ড ওয়ারসিক (হাঙ্গেরি), ও মানু দাস (ভারত) কবি হাসানআল আব্দুল্লাহকে নিয়ে এক যোগে বইটি প্রকাশ করেন। হাসানআল আব্দুল্লাহ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে স্বতন্ত্র সনেটের বৈশিষ্ট্য তুলে ধরার পাশাপাশি শেক্সপিয়ার ও পেট্রারকান সনেট থেকে এই সনেট কিভাবে আলাদা সেই বিষয়টি ব্যাখ্যা করেন। গণিত নাম্বার থিয়রির ছাত্র হিসেবে তিনি আট-ছয়ের জায়গায় সাত-সাত স্তবক বিন্যাস ও ইলিপসের দুই কেন্দ্রের সমতায় কখগঘকখগ ঙচছঘঙচছ অন্ত্যমিল স্থাপন করেন।

 

বাংলা আঠারো মাত্রার স্থলে ইংরেজি বারো মাত্রায় অনুবাদের কারণ ও কলাকৌশল তুলে ধরে তিনি বলেন, “দু’জন বাঙালি, একজন ব্রিটিশ ও একজন আমেরিকান কবি ইতিমধ্যে এই ধারায় সনেট রচনা করছেন।“ তিনি আশা ব্যক্ত করেন যে অডিয়া কবিরাও এভাবে সনেট রচনায় সচেষ্ট হবেন। উল্লেখ্য এটি কবির ৫৬তম বই।