Sharing is caring!
টাইমস নিউজ
প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছে তারা। খবর বিবিসির।
চলতি বছর ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেছিলেন বাংলাদেশ অলরাউন্ডার।
তবে ম্যাচের পর তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন মাঠের আম্পায়াররা। তাই ইসিবি তাৎক্ষণিক সিদ্ধান্তে জানায়, সাকিবকে পরবর্তী ইসিবি স্বীকৃত কোন টুর্নামেন্টে খেলতে হলে পরীক্ষা দিতে হবে।
ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে স্বাধীন পরীক্ষায় অংশ নেন সাকিব। যেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে।
বোলিংয়ের সময় সাকিবের হাত ১৫ ডিগ্রির চেয়ে বেশি ঘুরেছে, যা ইসিবির বোলিং অ্যাকশন সম্পর্কিত বিধির পরিপন্থি।
সাকিবের বোলিং নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে বিবৃতিতে ইসিবি বলেছে, বোলিং অ্যাকশনের পুনর্মূল্যায়নের আগপর্যন্ত ইসিবির কোন প্রতিযোগিতায় বোলিংয়ের ক্ষেত্রে সাকিব অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব আল হাসান এখন পর্যন্ত তিন সংস্করণে খেলেছেন ৪৪৭টি ম্যাচ, নিয়েছেন ৭১২ উইকেট। বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টিও খেলছেন দীর্ঘদিন ধরে। তবে এবারের আগে কখনোই কোথাও তাঁর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচই খেলেন। সে ম্যাচে দুই ইনিংসে ৬৩ ওভার হাত ঘুরিয়ে নেন ৯ উইকেট।
তবে সাকিবের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবরটি সামনে আসে প্রায় এক মাস পর। এরপর গত ২ ডিসেম্বর অ্যাকশন পরীক্ষা দেন সাকিব, যেখানে ৪ ওভার বোলিং করেন তিনি। নিয়মানুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না। সাকিবের কনুই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলেই নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছে। তবে তাঁর কনুই কত ডিগ্রি বাঁকা হয়েছে, তা জানা যায়নি।
ইসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে অ্যাকশন পরীক্ষা করাতে হবে। তবে ইংল্যান্ডের বাইরে বল করতে কোনো বাধা নেই।