Sharing is caring!
টাইমস নিউজ
‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা শুক্রবার (২০ ডিসেম্বর) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। বিশিষ্ট সমাজসেবী রাসমোহন দাশের সভাপতিত্বে ও গ্রন্থাগার-এর পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতনের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান সনাতন দাস ও সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস-এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু)। শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় দাশ ও বীর মুক্তিযোদ্ধা ছায়ানন্দ দাশ। সম্বর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন তরুন সমাজকর্মী ও পল্লী চিকিৎসক বিশ্বজিৎ দাশ নারায়ণ, পল্লী চিকিৎসক রিন্টু দাশ, প্রদীপ বিশ্বাস, প্রফুল্ল দাশ, কাজল দাশ, সজীব দাশ, প্রান্ত দাশ, জিৎ দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন- “পাঠ্য বইয়ের পাশাপাশি উন্নত মানুষ হতে হলে সাধারণ জ্ঞান চার্চার বিকল্প নেই। প্রতিযোগীতার এই দিনে আমাদের স্কুলের সিলেবাসের বাইরের জ্ঞান অর্জন করা অত্যাবশ্যকীয়। স্কুল ও শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা চর্চায় এই ট্রাস্টের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। আগামীদিনে এই ট্রাস্টের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমি বিশ্বাস করি।”
এখানে উল্লেখ্য যে , এমাসের ১ডিসেম্বর মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এতে বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৭১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। প্রতিযোগীতায় প্রতি ক্লাস থেকে সর্বোচ্চ মার্ক পাওয়া ৫জন কে নির্বাচিত করে মোট ১৫জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। ৩য় শ্রেণিতে ১ম স্থান সৌর নীল দাশ, ২য় স্থান. মিম দাশ, ৩য় স্থান পিয়াস দাশ, ৪র্থ স্থান দেবেন্দ্র দাশ, ৫ম স্থান তোষার দাশ। ৪র্থ শ্রেণিতে ১ম স্থান তৃষান দাশ, ২য় স্থান তুর্য দাশ, ৩য় স্থান তিথি দাশ, ৪র্থ স্থান রাজশ্রী দাশ, ৫ম স্থান প্রমি দাশ। ৫ম শ্রেণিতে ১ম স্থান হিমেল দাশ, ২য় স্থান মম দাশ, ৩য় স্থান হৃদি দাশ, ৪র্থ স্থান সজীব দাশ, ৫ম স্থান তুলি দাশ। অনুষ্টানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, সাধারণ জ্ঞান প্রতিযোগীতার পরীক্ষক হিসেবে দায়িত্ব পালনকারি মুক্তাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় দাশ, সহকারী শিক্ষক আভা রাণী দাশ ও সহকারী শিক্ষক রাশেদা বেগমের হাতে ট্রাষ্টের সম্মাননা স্মারক তুলে দেন।
(মতিয়ার চৌধুরী-লন্ডন ২০ ডিসেম্বর ২০২৪।)