টাইমস নিউজ
শাহনাজ বেলী এক অনন্য সংগীত শিল্পীর নাম । গতকাল ২২ ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন।
সকাল থেকে সন্ধ্যা অবধি প্রিয়জনের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি ।
ফোক গানের পরিচিত শিল্পী শাহনাজ বেলী।
কুষ্টিয়ার এ শিল্পীর শুরুটা হয়েছে বাবার সাথে লালনের গান করার মধ্য দিয়ে।
১৯৮৯ এ প্রথম ঢাকায় অনুষ্ঠান করতে আসা তাঁর।
সেখান থেকে আনসার বাহিনীর অর্কেস্ট্রায় গান শেখার সুযোগ পান তিনি।
৯০ এর দশকে ঢাকায় এসে মঞ্চে গেয়ে গেয়ে প্রাথমিক পরিচিতি তৈরি হয় শাহনাজ বেলীর।
তাঁর প্রথম অ্যালবাম 'একবার পাইলে' প্রকাশিত হয় ২০০৫ সালে।
এর পর থেকে এখন পর্যন্ত একক, ডুয়েট, মিশ্র মিলে ১০০র বেশি অ্যালবামে গান গেয়েছেন তিনি।
এছাড়াও কণ্ঠ দিয়েছেন চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে।
গানের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে শাহনাজ বেলীর।
অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.