আজ রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে নিয়ে অনবদ্য আলোচনা সভা

editor
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫, ০৬:৫১ অপরাহ্ণ
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে নিয়ে অনবদ্য আলোচনা সভা

Sharing is caring!

 

দ্বীপজেলা ভোলার সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে নিয়ে ৩১ ডিসেম্বর ২০২৪ সকাল ১০ টায়, ভোলা জেলা সরকারি গণগ্রণ্হাগার আয়োজন করে এক অনবদ্য আলোচনা সভা।

জেলা পাবলিক লাইব্রেরির সহকারী পরিচালক মোঃ সবুজ খানের সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী কবি ফারজানা স্নিগ্ধার নান্দনিক সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে মূল্যবান আলোচনা করেন- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজের সাবেক অধ্যক্ষ ও বীরের ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ সেলিম। বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ- ভোলা জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি ও জাতীয় কবিতা পরিষদ ভোলার সাধারণ সম্পাদক প্রভাষক কবি রিপন শান । বক্তব্য রাখেন- প্রাবন্ধিক গবেষক সাধন চন্দ্র বসাক , বদ্বীপ ফোরামের সভাপতি সমাজকর্মী মীর মোশারফ অমি প্রমুখ। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে নিবেদন করে কবিতা পাঠ করেন- আয়োজনটির প্রধান সমন্বয়ক প্রভাষক কবি মহিউদ্দিন মহিন, সহকারী অধ্যাপক কবি দিলরূবা জ্যাসমিন, প্রভাষক কবি মিলি বসাক, জাতীয় কবিতা পরিষদ ভোলার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি মোঃ জুলফিকার আলী, কবি মুনমুন আখতার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় কবিতা পরিষদ ভোলার সাংগঠনিক সম্পাদক কবি নীহার মোশারফ, সাংবাদিক ছোটন সাহা, সাংবাদিক তানজিল হোসেন প্রমুখ।

ভোলা জেলার লেখক সাহিত্যিক সংস্কৃতিকর্মী শিক্ষক শিক্ষার্থী পেশাজীবীদের অংশগ্রহণে একটি অন্যরকম মিলনমেলায় পরিণত হয় ভোলার সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মরণায়োজন ।