আজ রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় পেঁয়াজ আমদানি বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান 

editor
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ণ
বাঘায় পেঁয়াজ আমদানি বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান 

Sharing is caring!

দোয়েল, বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় পেঁয়াজ আমদানি বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান কৃষকরা
 বৃহস্পতিবার (২জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার-সহ আরও ছয়টি দপ্তরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বাঘার লিড ফার্মার(কৃষক) শফিকুল ইসলাম স্বাক্ষরিত স্মারক লিপিতে বলা হয়েছে, এ বছর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চল সহ উপজেলার সাতটি ইউনিয়ন এবং দুটি পৌর এলাকায় প্রায় দুই হাজার হেক্টর জমিতে মুড়িকাঁটা পেঁয়াজ চাষাবাদ করা হয়েছে। এতে বিঘায় ক্ষাধিক টাকা খরচ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ৪০ থেকে ৬০ মণ হারে উৎপাদ হয়েছে।  যার বর্তমান বাজার মূল্য ৫৫ থেকে ৮০ হাজার টাকা।
বাঘার চরাঞ্চলের পেঁয়াজ চাষী লিটন বলেন, আমি গত বছর পেঁয়াজের বাজার মূল্য ভালো পেছিলাম একারণে এ বছর ৩০ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। কিন্তু সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার কারনে দেশি পেঁয়াজের মুল্য কমে গেছে। এর ফলে আমরা প্রতি বিঘা জমিতে ৪০ থেকে ৫০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে ।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসা কৃষক নাছির,আকরাম,ফজলু জানান,আমরা গত বছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায় এবার বেশি জমিতে পেঁয়াজ চাষ করেছি। কিন্ত বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার কারণে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। এ কারণে আমরা  অবিলম্বে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেশী পেঁয়াজের বাজার মূল্য বৃদ্ধির দাবি জানাচ্ছি।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার বলেন, স্মারকলিপি পেয়েছি। আমি যথাযথ কর্তৃপক্ষ বরাবর এটি পাঠিয়ে দিবো।