টাইমস নিউজ
পৌষ মাসের শেষে সারা দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। রাজধানীতেও জেঁকে বসেছে শীত। সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। তীব্র শীত এখন দেশের সর্বত্র। এরই মধ্যে ১০ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।
শুক্রবার (১০ জানুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কয়েকটি এলাকায় অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ বৃহস্পতিবার ছিল ৫ জেলায়, শুক্রবার বেড়ে হয়েছে ১০ জেলায়। আগামীকাল থেকে দুই-তিন দিনের মধ্যে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ থাকবে না। কারণ দুই দিন তাপমাত্রা বাড়তে পারে। আগামী ১৬ থেকে ১৭ জানুয়ারির দিকে আবারও শৈত্যপ্রবাহ বাড়বে।
তিনি বলেন, শুক্রবার সারা দেশেই সূর্যের দেখা মিলেছে। তবে বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।
ঢাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, আগামী ১০ দিনের পূর্বাভাসে ঢাকায় শৈত্যপ্রবাহের কোনো আভাস দেখছি না।
শুক্রবার রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী শনি ও রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে তীব্র শীত থাকারও সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.