রেশিয়া খান
বিবেকের পরিণতি দেখে কি করবো শুধু আফসোস হয় আমার I নিজের অস্তিত্বের গৌরব ধুলোর সাথে মিশে যাওয়া দেখে কি আনন্দে উল্লাসে মেতে উঠেছে আমার বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ I
আপনাদের কি একবারও মনে হয় না আমরা নিজের ক্ষতি করছি I
টিউলিপ সিদ্দিক ব্রিটেনে মন্ত্রীর পদ লাভের পিছনে বাংলাদেশের রাজনীতির সম্পর্ক ছিলো না আমার বিশ্বাস I সে তার নিজের যোগ্যতা দিয়ে অর্জন করে নিয়েছিলো তার এই
স্থান I
তার পূর্ণতা অর্জন করতে তাকে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে এই জায়গা করে নিতে হয়েছিল I কিন্তু এক ঝটকায় তার সব শেষ হয়ে গেলো খুবই দুঃখজনক ঘটনা I পূর্নতা থেকে শুন্যতা চলে যেতে সময় লাগে না I কিন্তু শুন্যতা থেকে পূর্ণতা অর্জন করতে অনেক সময়ের ব্যাপার I
আপনারা হাসি ঠাট্টা করে নিজের সাথে নিজেই অপমানিত হচ্ছেন I
দেখা যাক , অপেক্ষায় থাকেন । টিউলিপ কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ
করেছেন। বরখাস্ত করা হয় নাই তাকে পার্লামেন্ট থেকে I তদন্ত হউক আগে তার পর না হয় হাসাহাসি করেন । যদি তিনি দোষী সাব্যস্ত হন I অভিযুক্ত হলে পদত্যাগ করা পশ্চিমা রেওয়াজ । তিনি প্রমাণ করছেন আইনের প্রতি শ্রদ্ধা তার কতুটুকু ।
বলা যায় না তিনি তো মন্ত্রীসভায় ফিরে ও আসতে পারেন, কে জানে I
বাংলাদেশের রাজনীতি এবং ব্রিটেনের রাজনীতি এক সাথে ঘোলাটে করা ঠিক নয় I
খারাপ সময়ের পরে সুদিন আসে সবার একদিন । তাই সেই সময় কারো প্রতি আঙ্গুল তুলবেন না I প্রতিহিংসা আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে দিনে দিনে I
রেশিয়া খান ; লেখক , বিলেত প্রবাসী
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.