Sharing is caring!
টাইমস নিউজ
চল্লিশ জন বাংলাদেশী সহ ৪৬ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার ।
রোববার মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে।
রাজ্য ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর বলেছেন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ১ এবং টার্মিনাল ২ দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।
তিনি বলেন, যাদের পাঠানো হয়েছে, তাদের বেশ কয়েকটি অভিযানে আটক করা হয়েছিল। পরে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (সংশোধনী ২০০২) ও অভিবাসন নিয়ন্ত্রণ আইন ১৯৬৩ এর অধীনে আইনি প্রক্রিয়া শেষে, ইমিগ্রেশন ব্যবস্থায় কালো তালিকাভুক্ত করে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। যাতে করে এ অভিবাসিরা আর মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।
পরিচালক জানিয়েছেন, মোট ৪৬ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪০ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন ভারতীয় পুরুষ এবং ১ জন সিরিয়ান নারীসহ আরও দুজন অভিবাসী রয়েছেন। যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।