টাইমস নিউজ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধান কূপ খনন উদ্বোধন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম শুক্রবার এ খনন কাজ উদ্বোধন করেন।
১৬৭ কোটি টাকা ব্যয়ে এ খনন কাজ করবে বাপেক্স। প্রত্যাশানুযায়ী গ্যাস মিললে এ কূপ থেকে দৈনিক গড়ে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
২০১৭ সালে উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করা হয়। সেই কাজটি পায় আজারবাইজানের প্রতিষ্ঠান সকার। তবে খনন কাজ শেষ না করেই চলে যায় প্রতিষ্ঠানটি। এমতাবস্থায় দীর্ঘ সাত বছর পর জামালপুর-১ নামে কূপটির খনন কাজ শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে সচিব সাইফুল ইসলাম বলেন, আনুমানিক চারটি কূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায়। প্রাথমিকভাবে এখানে ৪০০ বিসিএফ গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। সেই হিসাবে প্রতিদিন এখান থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এখানে গ্যাস পাওয়া গেলে আশপাশে আরও কূপ খনন করা হবে। এতে স্থানীয়দের জীবনমান উন্নত হবে।
বাপেক্স কর্মকর্তারা জানান, জামালপুর-১ অনুসন্ধান কূপটির গভীরতা দুই হাজার ৮০০ মিটার। এই কূপে গ্যাস পাওয়া গেলে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ হবে ২৮০ বিসিএফ, ভোক্তাপর্যায়ে যার মূল্য ১৬ হাজার ৬৫২ কোটি টাকা। ২০২৫ সালের এপ্রিল মাসে খনন কার্যক্রম সম্পন্ন হবে। গ্যাস পাওয়া গেলে উত্তোলন করা যাবে ২৫ থেকে ৩০ বছর।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.