টাইমস নিউজ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটি স্থগিত করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম। সেখানে নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র কমিটি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানিয়েছেন।
পাঁচ সদস্যের এই গঠনতন্ত্র সংশোধন কমিটিতে ছিলেন- আহ্বায়ক বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব সাইফুল ইসলাম, বিসিবির লিগ্যাল অ্যাডভাইজর মো. কামরুজ্জামান, ব্যারিস্টার শেখ মাহদি এবং এ কে এম আজাদ হোসেন।
মূলত গঠনতন্ত্র সংশোধনের খসড়া নিয়ে ঢাকার ক্লাবগুলোর আপত্তির মুখেই এমন সিদ্ধান্ত নিল বিসিবি। খসড়ায় বিসিবির পরিচালক এবং কাউন্সিলর পদে ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিত্ব কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে ফাহিমের নেতৃত্বাধীন কমিটি–এমন অভিযোগ তুলে বিসিবিকে হুমকি-ধমকি দেয় ঢাকার ক্লাবকর্তারা।
এর জেরে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কট করার সিদ্ধান্ত নেয় ক্লাবগুলো।
এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে কিছু না জানিয়ে বিসিবি প্রধান ফারুক আহমেদ সিদ্ধান্ত নেওয়ার জন্য ৪-৫ দিন সময় চেয়েছিলেন। অবশেষে ক্লাবগুলোর কাছে নতি স্বীকার করে গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিতের সিদ্ধান্ত নিল তার নেতৃত্বাধীন বোর্ড।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.