লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
বাংলাদেশের সংবিধান মোতাবেক দেশের সর্বময় ক্ষমতার মালিক জনগণ। নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া সংবিধানের পরিবর্তন , পরিবর্ধন , সংশোধন কিংবা সংযোজন করার কারো এখতিয়ার নেই । অথচ দেশে অনেক কিছুই করার চেস্টা চলছে ।
প্রচুর গায়েবি মামলা হচ্ছে । সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন , সংবিধান নিয়ে শপথ করে সংবিধান ভঙ্গ করা হচ্ছে । তিন হাজার পুলিশ হত্যা করা হলেও তাদের বিচারের ব্যাপারে সরকার নিরব রয়েছে । তিনি বলেন আমরা সব হত্যাকান্ডের এই বিচার চাই। দেশের শ্রম আইন নিয়েও কথা বলেন বিশিস্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার তানিয়া আমির ।
লন্ডন বরো অব বার্কিং অ্যান্ড ডাগেনহ্যামের মেয়র মঈন কাদেরীর আয়োজনে শুক্রবার দুপুর ২ টায় মেয়র পার্লারে এই চায়ের আড্ডা হয় ।
এতে প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন । সাংবাদিক আজিজুল আম্বিয়ার প্রশ্নের উত্তরে তানিয়া আমির বলেন , বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতা গ্রহণ করেছেন ১০৬ ধারা মোতাবেক সেটি সরকার পরিস্কার করেননি বা জনসমক্ষে তার প্রমাণ তুলে ধরেন নি এবং আইন অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী । আলোচনায় অংশ নেন , কাউন্সিলর সৈয়দ গনি , গিয়াস উদ্দিন মিয়া , মোহাম্মদ শাবীম , বীর মুত্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান , সাংবাদিক মতিউর রহমান চৌধুরী ,ড. আজিজুল আম্বিয়া , কামরুল আই রাসেল , নজরুল ইসলাম অকিব , আব্দুল হাদী, ড. তিসতিয়া খান, শওকতুর রহমান টিপু, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল , কিটন শিকদার , খাইরুল বাহার তুমুল, ইকবাল হাসান, বিনাস মন্ডল প্রমূখ ।আমীর ২৭ সেপ্টেম্বর ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন।তার পিতা ব্যারিস্টার এম আমির-উল ইসলাম।আমীর ১৯৯১ সালে বাংলাদেশ হাইকোর্ট এবং ১৯৯৩ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এ যোগ দেন।তিনি আমীর এবং আমীর আইন সহযোগীদের চেম্বার প্রতিষ্ঠা করেন।আমীর ২০০৫ সালে বেগম রোকেয়া শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড পান।তিনি পিআরআইপি ট্রাস্ট এর চেয়ারম্যান ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.