আজ রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ মুজিবের বাড়ি আজ মধ্যরাতেও ভাঙা অব্যাহত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ণ
শেখ মুজিবের বাড়ি  আজ  মধ্যরাতেও  ভাঙা অব্যাহত

Sharing is caring!

টাইমস নিউজ 

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবের বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতেও ভাঙচুর চলছিল।

টানা দুই দিন এক্সক্যাভেটর ব্যবহার করে ভাঙা বাড়িটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এখন সেই ধ্বংসস্তূপ থেকেই ভবন ভাঙার হাতুড়ি দিয়ে দেয়ালের রড বের করে তা সংগ্রহ করছেন অনেকেই।

বিক্ষুব্ধ ব্যক্তিরা সাংবাদিকদের বলছিলেন, ভবনটি সম্পূর্ণ গুঁড়িয়ে না দেয়া পর্যন্ত এই স্থান থেকে যাবেন না তারা।

বুধবারের মত বৃহস্পতিবার রাতেও বিপুল সংখ্যক উৎসুক মানুষের উপস্থিতি ছিল ধানমন্ডির ৩২ নম্বর সড়কে।

একদিকে ভাঙার কর্মকাণ্ড চলছিল অন্যদিকে দেখা যায় রান্নার আয়োজন।