Sharing is caring!

রেশিয়া খান
সবার জীবনের স্বপ্ন আছে স্বপ্ন থাকা স্বাভাবিক, আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি I তাই আমরা প্রতি দিন এগিয়ে চলি । সফলতার দ্বারে পৌঁছতে দৌড় ঝাঁপ দিয়ে I সেটা হউক সংসার জীবন কিংবা প্রফেশনাল জীবন , শিক্ষা জীবন , কর্ম জীবন আমাদের I
যাই হউক না কেন সব ক্ষেত্রে গোল আমাদের টার্গেট থাকে এই জায়গাতে পৌঁছতে হবে তবেই সার্থকতা I
আমাদের তার জন্য কঠোর পরিশ্রম করতে হয় যে কোন জায়গায় ভালো স্থান করে নিতে হলে I কিন্তু আজকাল কি দেখছি কান্ড কারখানা সমাজের নিয়ম কানুন এতো অধপতন হয়েছে বলা বাহুল্য I কোন কিছু নিয়মের ভিতরে আর নাই সব যেন ব্যাবসার নিয়মে চলছে I কষ্ট হয় এইসবের পরিবর্তনের কারণে মেধাবীদের চেয়ে মেধাহীন গুরুত্ব পায় দেখে I
এর পিছনে টাকা এবং স্বজন প্রীতি কাজ করছে এই সমাজে তাতে সমাজ নষ্ট হতে চলছে দিনে দিনে I
আমরা সবাই সফলতা চাই নিজ নিজ অবস্থান থেকে । তবে জঘন্য ভাবে নয় , নিজের যোগ্যতার মাপকাঠিতে চাই I
এই সেদিন বাংলা একাডেমী পুরস্কার স্থগিত ঘোষনা করা হলো, সাথে ফাঁস হলো গোপন তত্ত্ব I যা দেখে অবাক হয়েছি সত্যিই তার চেয়ে বেশি হতাশ হয়েছি I
আমরা সাধারণ জনগন তাহলে বলুন যোগ্যতা ও অযোগ্যতার ব্যবধান বুঝবো কেমনে?
সমাজের নিয়ম কলুষিত হয়ে যাচ্ছে , আফসোস জানিনা আরও কি কি দেখবো সামনের দিকে I
সব কেমন আস্থাহীন ভরসা হীন লাগে, মনে হয় মেকি রঙ্গিন সমাজের নিয়ম নীতি I সবাই ব্যাবসা হিসাবে চালায় প্রতিটি স্থান আমার ধারনা I তাই টাকার কাছে বিক্রি হয়ে যায় মেধা I কিছুই সম্মানের মনে হয় না আর আজকাল । সম্মানের চেয়ে অসম্মান বয়ে নিয়ে আসছে এই সব নীতি হীন কাজ কারণে I
সবশেষে একটা কথা বলি, সমাজ জাগ্রত হোক সংশোধন হয়ে সত্য সুন্দর ন্যায়ের পথ প্রদর্শিত হউক এই সমাজে I
I 5/2/2025