আজ শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সাভারে একটি ইটভাটায় অভিযান হলো , বাকিগুলোতে কবে হবে?

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ণ
সাভারে একটি ইটভাটায় অভিযান হলো , বাকিগুলোতে কবে হবে?

Sharing is caring!

মোঃ কামরুজ্জামান হিমু 

সবাইকে টপকে বায়ু দূষণে আজ বিশ্বের শীর্ষ  স্থান দখল করেছে ঢাকা। এমনিতে শীতকালে ঢাকার বায়ু দূষণের মাত্রা বাড়ে। বায়ু দূষণের শহরের তালিকাতে সবাইকে পেছনে ফেলে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাচীনতম এ ঢাকা শহর ও তার আশেপাশে এলাকা।

দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আই-কিউ এয়ারের তথ্য অনুযায়ী আজ ঢাকার বাতাসের মান “বিপদজনক “।
বায়ু দূষণের প্রধান আরেকটি দিক হলো ইট ভাটার কালো ধোঁয়া। ঢাকার আশেপাশে অর্থাৎ গাবতলী, আমিনবাজার, সাভার, আশুলিয়া, ও ধামরাই এর আশেপাশে ইটভাটা গড়ে উঠেছে যার বেশিরভাগ কোন নিয়ম বা আইনকে তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে ইটভাটা গুলো।
ফসলি জমি, মাটি কেটে খাল করছে এবং সেই মাটি চড়া দামে বিক্রি করছে ইট ভাটার মালিকদের কাছে। ঢাকা শহরে বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে ইটভাটা গুলো।
সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ ফেব্রুয়ারি আমিনবাজার রাজস্ব সার্কেলের অধীনস্থ দেউল, রুস্তমপুর এলাকায় সেভেন স্টার ব্রিকস 7SB ইটভাটায় অভিযান চালানো হয়। বছরের পর বছর এই ইট ভাটাটি অবৈধভাবে প্রশাসনের নাকের ডগায় চালিয়ে আসছিল। ইটভাটা পরিচালনার জন্য মালিকপক্ষ কাগজপত্র তেমন কিছুই দেখাতে পারেনি। ইট ভাটার মালিক আরমান হোসেনের দুটি ইট ভাটা রয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সরকার পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৯ ( ১০) ধারায় ১০, ০০০০০/ ১০ লক্ষ টাকা জরিমান ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি সাদিয়া আক্তার, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ বাসিত সাত্তার, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) জহিরুল আলম সহ পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, ও সংবাদ কর্মীরা।
উল্লেখ্য যে, নতুন করে কোন ইটভাটা অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ান আহসান।