টাইমস নিউজ
সারা দেশে আজ শনিবার ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হচ্ছে। গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের পেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এ অভিযান শুরু হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে গাজীপুরে বৈষম্য বিরোধী কয়েকজন ছাত্র আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এরপরই এমন সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের পক্ষ থেকে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.