টাইমস নিউজ
রাজধানী ঢাকার সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঘংঘর্ষে সিটি কলেজ শিক্ষার্থীদের হাতে আইডিয়াল কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর এ সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি।
আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দাবি, তাদের তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। আহতরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা ল্যাব এইড হাসপাতালে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়। বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। দুই পক্ষই রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে।
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক জানান , ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুই পক্ষেই সরে দাঁড়িয়েছে। কী জন্য এ সংঘর্ষ বেঁধেছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.